
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : ফের একবার খুনের হুমকি পেলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানী। একই ইমেল থেকে এ বার ২০০ কোটি টাকা দাবি করে খুনের দেওয়া হয়েছে বলে মুম্বই পুলিশ সূত্রে খবর। ২৪ ঘণ্টার মধ্যে দু’বার খুনের হুমকি বার্তা পেলেন মু মুম্বই পুলিশ সূত্রে খবর, টাকার দাবি জানিয়ে শুক্রবার একটি অচেনা অ্যাকাউন্ট থেকে ইমেল আসে মুকেশ অম্বানীর সংস্থার কাছে। সেই ইমেলে ২০ কোটি টাকার দাবি জানানো হয়। যদি সেই টাকা না দেওয়া হয়, তা হলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। খুনের হুমকি দেওয়া এই ইমেল পাওয়ার পরই অ্যান্টিলিয়ার নিরাপত্তার দয়িত্বে থাকা আধিকারিক দেবেন্দ্র মুন্সিরাম গামদেবী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ ওই ইমেল প্রেরকের খোঁজে নামে। পাশাপাশি তদন্ত শুরু করে মুম্বই পুলিশের অপরাধদমন শাখাও। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, সেই আইপি অ্যাড্রেস চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ। যে ব্যক্তি এই হুমকি বার্তা দিয়েছিলেন, তাঁর নাম সাদাব খান বলেও কিন্তু প্রথম হুমকি মেলের পুরোপুরি কিনারা করে ওঠার আগেই ২৪ ঘণ্টার মধ্যে আবার সেই একই ইমেল অ্যাকাউন্ট থেকে ২০০ কোটি টাকা দাবি করে ইমেল পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, সেই ইমেলে বলা হয়েছে, “আগের পাঠানো ইমেলের কোনও উত্তর পাইনি। তাই টাকার পরিমাণ এবার ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হল। যদি এই টাকা না পাই, তা হলে মুকেশ অম্বানীর মৃত্যু অবধারিত।” প্রথম ইমেল প্রেরকের হদিস পেলেও দ্বিতীয় প্রেরক কে, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। সাদাব যে অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠিয়েছিলেন বলে দাবি পুলিশের, সেই অ্যাকাউন্ট থেকেই আবার ২০০ কোটি টাকার দাবি জানিয়ে হুমকি মেল এসেছে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। দাবি করেছে পুলিশ। কেশ।
রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন
ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!
কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী
‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার
যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা
দাড়ির জন্য ডিভোর্স! মীরাটে দেওরকে নিয়ে চম্পট দিল বৌদি!
দিল্লির সাতটি মুঘল স্মারকে অবৈধ দখল: তথ্যের অধিকার আইন
‘চুল ছুঁয়ে বেরিয়ে গেল গুলি’, পহেলগাঁওয়ে বেঁচে গিয়েছেন এক চুলের জন্য, সামনে এল শিউরে ওঠা কাহিনি
স্বচ্ছ ভারত মিশনের দশ বছরে, নিকাশী শ্রমিকদের জন্য নিরাপত্তা ও সম্মান এখনো অধরা
গুগল ম্যাপের বিভ্রাটের কারণে ভাঙতে বসেছিল বিয়ে, ঘটনা শুনলে অবাক হবেন আপনিও